চট্টগ্রামের সন্তান আহাদের আর্জেন্টিনা জয়
স্বপ্ন বোনা যেমন সহজ, ঠিক তেমনই সেই স্বপ্নকে ছোঁয়া কঠিন। কতিপয় কিছু কারণে মানুষ বৃত্তের বাইরে চিন্তা করতে পারেন না, কিন্তু যারা পারেন তারাই অন্যদের থেকে আলাদা। এমন একজন উদ্যমী এবং স্বপ্নবাজ তরুণ হলেন চট্টগ্রামের মো. ইয়াসিন আল আহাদ। যিনি বাংলাদেশ ছাপিয়ে ১৭ হাজার ৫০ কিলোমিটার ভৌগলিক দূরত্বে থাকা আর্জেন্টিনার ‘ক্লাব দিপোর্দিবো বাংলাদেশ আর্জেন্টিনা’ ক্লাবের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন। অবাক করার মতো বিষয় হলেও বস্তবে তা করে দেখিয়েছেন চট্টগ্রামের সন্তান আহাদ।